দত্তক মেয়ের দেখাশোনা নিয়ে অপপ্রচার, মুখ খুললেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে সংসার করছেন তিনি। শরিফুল রাজের সাথে ডিভোর্সের পর থেকে সন্তানদের একাই বড় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুকে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে, পরীমণি তার দত্তক মেয়েকে দেখাশোনা করছেন না। এমন কথাবার্তা শুনে, পরীমণি নিজে থেকে ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু কথা তুলে ধরেছেন।

অভিনেত্রী বলেন, "আমাদের জীবনে অতি উৎসাহী কিছু লোকের অভাব নেই, যারা অন্যের জীবন নিয়ে চর্চা করেই নিজেদের সময় কাটান।"
তিনি আরও বলেন, "যারা শোবিজে কাজ করি, আমাদের জীবনও সাধারণ, অনেকটা অন্যদের মতো। আমি ঘরে চুলে তেল মেখে কাজ করি, বাচ্চাদের খাওয়ার রান্না করি, এবং তাদের যত্ন নিই এটাই আমার স্বাভাবিক জীবন।"
এছাড়া পরীমণি তার মেয়েকে নিয়ে কিছু নিন্দনীয় মন্তব্যেরও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, "আমার মেয়ে নিয়ে কিছু মানুষ মন্তব্য করছে যে, তাকে কোথায় দেখাচ্ছেন না। সবাই কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী? আমার মেয়ের দত্তক হওয়ার বিষয়টি কেন বারবার আলোচনায় আনা হচ্ছে?"
এখানে পরীমণি স্পষ্টভাবে জানান, "যদি আমি চাই, আমার সন্তানদের ছবি বা ভিডিও শেয়ার করবো। আর যদি না চাই, আমি দেব না। তবে কেউ যদি আমার সন্তানের ছবি নিয়ে ব্যবসা করার চেষ্টা করে, তা অবশ্যই আমি সহ্য করবো না। আমার সন্তান কোনও 'কন্টেন্ট' বা 'বিজনেস এলিমেন্ট' নয়।"
এসকে//