জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ডাকটিকিটের সঙ্গে উদ্বোধনী খাম ও সিলমোহরও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক ও তথ্যপ্রযুক্তি খাত–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু নাসের খান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহতদের উপস্থিতিতে তিনি ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন