কুয়েতে এটিএম থেকে টাকা জালিয়াতির অপরাধে বাংলাদেশি গ্রেপ্তার
এটিএম জালিয়াতির মাধ্যমে টাকা চুরির অপরাধে রাজু নামে এক বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রণালয়। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই পাকিস্তানির সঙ্গে সমন্বয় করে এই জালিয়াতি করেছেন। সোমবার (০৪ আগস্ট) কুয়েতের গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গ্রেপ্তাররা জুকুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কাজ করতেন। দুই পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে চাকরী করতেন।
কুয়েতি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বায়োমেট্রিক প্রক্রিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন হিসেবে রাজুকে শনাক্ত করা হয়। পরে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ও বুথের ক্যামেরার মাধ্যমে গোয়েন্দারা নিশ্চিত হন। সেই ধারাবাহিকতায় রাজুকে বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকা থেকে পাঁচ হাজার দিনারসহ আটক করা হয়। পাাঁপাশি বিদেশে অবৈধ তহবিল স্থানান্তরের জন্য ব্যবহার করা কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও ফোন জব্দ করে সে দেশের গোয়েন্দারা।রাজুর কাছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে অন্যদেশে অবৈধভাবে টাকা পাঠানোর স্লিপও পাওয়া যায়।
অপরাধীরা মূলত কুয়েতি ও প্রবাসীদের এটিএমের কার্ডলেস জালিয়াতির মাধ্যমে টাকাগুলো বুথ থেকে তুলে নিতো। ঘটনাটি তদন্ত করতে করতে পাকিস্তান থেকে পরিচালিত সিন্ডিকেটের আন্তর্জাতিক শাখার সন্ধানও পেয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।