পাকিস্তানে বন্দুক যুদ্ধে ৪ সেনাসহ নিহত ৭
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলা এবং পেশোয়ার শহরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
এতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্যসহ নিহত হয়েছেন ৭ জন। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনার নিন্দা জানিয়ে প্রদেশটির মুখমন্ত্রী আলী আমিন গান্দাপুর ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গেলো কয়েক বছর ধরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। এসব প্রদেশে পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন তেহরিক ই তালেবান, টিটিপি ও বেলুচিস্তান লিবারেশন আর্মি’র (বিএলএ) শক্ত ঘাঁটি রয়েছে।
উল্লেখ্য, গেল মাসে কারাক জেলায় বন্দুকধারীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
এসকে//