নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার (এসপি) ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলিতে লটারির পদ্ধতি অনুসরণ করা হবে। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (০৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, নির্বাচন শুরুর কিছুদিন আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের নতুন দায়িত্ব স্থির করা হবে। বিশেষ করে ওসিদের বদলি হবে বিভাগভিত্তিক লটারি অনুযায়ী। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দায়িত্ব চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের প্রস্তুতি সম্পন্ন করবে, প্রয়োজন হলে পরে কমিশন আরও পরিবর্তন আনতে পারবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। আজকের বৈঠকও সেই প্রস্তুতিরই অংশ।’
তিনি জানান, বৈঠকে মূলত নির্বাচনের সময়কার লজিস্টিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। ডিসি, এসপি, ইউএনও ও ওসিরা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই প্রার্থীরা প্রভাব বিস্তার করতে এদের নিয়ে আগ্রহ দেখান।
নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে এবার বাড়তি সতর্কতার অংশ হিসেবে বডি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ক্যামেরাগুলো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বে থাকবে।
এছাড়া নির্বাচনি দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। প্রশিক্ষণ শেষে হবে মাঠ পর্যায়ের মহড়া, যাতে নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, এবং যার যেখানে দায়িত্ব থাকবে, সেখানেই তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এমএ//