বিনোদন

টাকা না দিলে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে মামলা সানাইয়ের

আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন। বুধবার (০৬ আগস্ট) ঢাকার আদালতে বাদী হয়ে সানাই এই মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত তার কাছ থেকে টাকা দাবি করতেন এবং চাহিদামত টাকা না দিলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

আইনজীবী মিঠুন সাহা জানান, সানাই মাহবুব তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের দাবি করার অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন। তিনি আরও বলেন, মামলায় সানাই মাহবুব অভিযোগ করেছেন, বিয়ের সময় তার পরিবারের পক্ষ থেকে আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ উপহার দেওয়া হয়েছিল, তবে এর পর থেকেই আবু সালেহ আরও টাকা দাবি করতে শুরু করেন।

মামলায় সানাই উল্লেখ করেছেন, বিয়ের পর তার স্বামী তাকে তার পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা এনে দিতে বলেন। সানাই নিজের ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৭ লাখ টাকা এনে দেন, কিন্তু সেই টাকা নষ্ট হয়ে যায়। এরপর আবু সালেহ মুসা সানাইকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন।

মামলায় আরও বলা হয়েছে, গত বছরের ১৫ সেপ্টেম্বর আবু সালেহ মুসা সানাইকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যান এবং ২২ লাখ টাকা না দিলে সংসার করবেন না বলেও জানান।

এরপর সানাই মাহবুব তার স্বামীকে সংসার চালানোর জন্য একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠান। তবে আবু সালেহ মুসা কোনও সাড়া দেননি। অপরদিকে, সানাই মাহবুব অভিযোগ করেছেন, “আমি নিজেই কাজ করি। কিন্তু তিনি কখনো সংসারের জন্য কোনও সমাধান দিতে রাজি হননি।”

এ ঘটনায় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি আবু সালেহ মুসাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন