ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা
আলোচিত টেলিভিশন সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর অভিনেত্রী লামিমা ইসলাম লাম সম্প্রতি সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। বুধবার (৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র ওমরাহ পালন সম্পন্ন হওয়ার খবর জানান অভিনেত্রী নিজেই।
কালো বোরকা পরিহিত অবস্থায় কিছু ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ্, আমার প্রথম ওমরাহ সম্পন্ন।"

লামিমার এই পোস্টটি দ্রুত নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই তার সফরের জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন এবং তার পরিবর্তনকে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে প্রশংসা করেছেন।
লামিমা 'ব্যাচেলর পয়েন্ট' ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। ছোটপর্দার পাশাপাশি মডেলিং ও বিজ্ঞাপনেও তার অংশগ্রহণ রয়েছে।
এসকে//