দেশজুড়ে

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় আটক ৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট) তাদের আটক করা হয়।

বাসন থানার ওসি শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বড় ভাই মো. সেলিম এবং আরেকজন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। আটক ব্যক্তিদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। সংশ্লিষ্টতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (০৭ আগস্ট) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদ মার্কেট এলাকায় এক নারীকে কেন্দ্র করে বাদশা মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। ঘটনাটি তুহিন মোবাইলে ভিডিও করছিলেন। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু অংশ ধরা পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিও ধারণ করাই তুহিনের হত্যার মূল কারণ। কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, ‘ঘটনার গুরুত্ব বিবেচনায় একাধিক টিম মাঠে রয়েছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন