আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছনে আরো অন্তত ৩১৪ জন। এ নিয়ে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে। এর মধ্যে ২০১ জন মারা গেছেন ক্ষুধা ও অপুষ্টিতে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৭২ জনের মরদেহ এসেছে এবং আহত হয়েছেন ৩১৪ জন। 

গেল একদিনে আরও চারজন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন, যার ফলে এ ধরনের মৃত্যুর মোট সংখ্যা ২০১ হয়েছে। এদের মধ্যে ৯৮ জনই শিশু। 

এছাড়া ত্রাণ নিতে গিয়ে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরো ১৬ জন। এ নিয়ে ত্রাণকেন্দ্রে বর্বর হামলা চালিয়ে ১ হাজার ৭৭২ জন ক্ষুদার্ধ ফিলিস্তিনিতে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি বানচাল করে আবারও গাজায় হামলা শুরু করে ইসরাইলি সেনারা। এই সময়ে তারা ৯ হাজার ৮২৪ জনকে হত্যা করেছে এবং ৪০ হাজার ৩১৮ জনকে আহত করেছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন