সাংবাদিক তুহিন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ নিয়ে এ ঘটনায় মোট ৮ আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহীদুল হত্যাকাণ্ডের পর ইটনায় পালিয়ে গিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে তাকে করিমগঞ্জের বালিখলা এলাকায় র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়। র্যাব-১ এর সদস্যরা শহীদুলকে গাজীপুরে নিয়ে যাচ্ছেন। সেখানে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হতে পারে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক ব্যক্তিকে সন্ত্রাসীদের ধাওয়া করা ভিডিও ধারন করতে গিয়ে তাদের হাতে নিহত হন সাংবাদিক তুহিন।
আই/এ