সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির রিমান্ড মঞ্জুর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭ আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শনিবার (৯ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকেলে র্যাব ১৪ এর একটি দল কিশোরগঞ্জের ইটনা বাজার থেকে মামলার এজাহারভুক্ত আরেক আসামী শহিদুলকে গ্রেপ্তার করে।
আই/এ