সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে মঙ্গলবার (১২ আগস্ট) দু’দেশের শীর্ষ সরকারপ্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সফর সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, বাংলাদেশি কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা, জ্বালানি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, নীল অর্থনীতি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণ করা।
সফরকালে সমঝোতা স্মারক (এমওইউ) এবং নোট আকারে বেশ কিছু সহযোগিতা দলিল স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সফরে প্রধান উপদেষ্টার সাথে থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এসি//