রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গনপিটুনিতে রুপলাল দাস (৪৫) ও প্রদীপ দাসকে (৩৫)হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, আক্তার হোসেন, এবাদত আলী ও মিজানুর রহমান। এদের সবার বাড়ি তারাগঞ্জের সয়ার গ্রামে।
সোমবার (১১ আগস্ট) তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহত রুপলালের স্ত্রী ভারতী দাস বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ১০ আগস্ট নিহতের স্বজনরা লাশ নিয়ে তারাগঞ্জে এলে বিক্ষুব্ধ জনতা রুপলাল ও প্রদীপ দাসের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা লাশ রংপুর-দিনাজপুর মহাসড়কে রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ২৪ ঘণ্টার মধ্যে মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করার দাবি জানান।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আসামীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর স্থানীয়রা অবরোপধ প্রত্যাহার করেন।
আই/এ