ফওয়াদ খানের সিনেমা মুক্তি, তবে বাদ ভারতে
পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন তার নতুন সিনেমা ‘আবির গুলাল’ এর মাধ্যমে। এই রোমান্টিক ড্রামাটি ২৯ আগস্ট ৭৫টিরও বেশি দেশে মুক্তি পাচ্ছে। তবে দুঃখজনকভাবে ভারতীয় দর্শকরা এই সিনেমাটি দেখতে পারবেন না।
মূলত সিনেমাটি ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায় যার প্রভাব পড়ে ফওয়াদ খানের সিনেমার মুক্তিতে। পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের নিষেধাজ্ঞার কারণে সিনেমাটি ভারতে মুক্তি পায়নি এবং ভারতীয় প্রযোজকরা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে অস্বীকার করেন।
এতদিনের বাধা কাটিয়ে ‘আবির গুলাল’ এখন আন্তর্জাতিক মুক্তির জন্য প্রস্তুত। সিনেমাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে মুক্তি পাচ্ছে। সিনেমার পরিবেশনার দায়িত্ব নিয়েছে ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (যুক্তরাজ্য) যা ছবির আন্তর্জাতিক সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করবে।
উল্লেখ্য, আরতি এস বাগাদি পরিচালিত এই রোমান্টিক ড্রামায় ফওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। এছাড়াও সিনেমাটিতে লিসা হেডন, ফরিদা জলাল, সোনি রাজদান, পরমিত সেথি এবং রাহুল ভোহরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সূত্র : সামা টিভি
এসকে//