ফুটবল

মুরাস ইউনাইটেডের বিপক্ষে হারলো আবাহনী

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে মুরাস ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আবাহনী লিমিটেড।  এই হারে আসরটির মূল পর্বে খেলা হলো না বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটির।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাবটির বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য ছিলো আবাহনী।  তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আন্দ্রে বাতসুলার ক্রসে বক্সের ফাঁকায় থাকা আত আই জুমাসেভের হেডে পিছিয়ে পরে আবাহনী।

 

পিছিয়ে পরার পর ম্যাচে ফেরার চেষ্টায় থাকে স্বাগতিকরা।  তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী।   

এ সম্পর্কিত আরও পড়ুন