দেশজুড়ে

এআই দিয়ে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা

এআই দিয়ে সন্তানের কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন আজিজুননাহার নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা। কয়েক দফায় ভুক্তভোগীর কাছ থেকে ৩৩২০০ টাকা মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে নিয়ে নেয় প্রতারক।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরী করেন। তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক (এস আই) রাসেল মাহমুদ বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জানান, সকালে একটি মোবাইল নাম্বার থেকে তার মোবাইলে অপরিচিত এক ব্যক্তি ফোন দেন। এসময় কৌশলে প্রতারক তার ছেলে ও পরিবারের খবর নেন। এরপরে প্রতারক জানায়, ভুক্তভোগীর বড় ছেলে এক মেয়েকে নিয়ে তাদের হাতে আটক আছেন। এসময় ঘটনাটি বিশ্বাসযোগ্য করতে প্রতারক তার ছেলের কণ্ঠ এআই ব্যবহার করে নকল করে ২০০০০ টাকা দিতে অনুরোধ করেন।

পরে ভুক্তভোগী কয়েক দফায় একটি নগদ নাম্বারে ৩৩২০০ টাকা প্রদান করেন। পরবর্তীতে বিষয়টি আজিজুননাহার ছোট ছেলেদের জানালে। তারা বড় ছেলে রাশিদুল হাসান সেতুর সঙ্গে যোগাযোগ করেন এবং কোন ঘটনা ঘটেনি বলে তারা নিশ্চিত করেন।

পরে ভুক্তভোগী প্রতারিত হয়েছে বুঝতে পেরে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন