জাতীয়

হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিক। বিষয়টি ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অধ্যাপক ফারুক আহমেদ জানান, আহমদ রফিককে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি এবং শরীর খুবই দুর্বল। চিকিৎসকরা মনে করছেন, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা এর কারণ হতে পারে। বর্তমানে তার চিকিৎসার তত্ত্বাবধানে আছেন অধ্যাপক ডা. নূর মোহাম্মদ এবং অধ্যাপক ডা. সোহরাব উজ জামান।

দীর্ঘদিন ধরে মেরুদণ্ডে চিড়সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন আহমদ রফিক, যার কারণে তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েছেন।

তার গাড়িচালক মো. কালাম জানিয়েছেন, নিউ ইস্কাটন থেকে শারীরিক অবস্থা খারাপ হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, আহমদ রফিক বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তার গবেষণা বাংলা ইতিহাসে এক অসামান্য অবদান রেখেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন