ফুটবল

ভিনিকে বাদ দিচ্ছেন আনচেলত্তি, ফিরছেন নেইমার

আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।  ম্যাচ দুটিকে সামনে রেখে আগামী সোমবার দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তির দল।

এরই মধ্যে কার্লো তাঁর প্রাথমিক তালিকার খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন। আনচেলত্তির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। সংবাদমাধ্যমটি জানিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদমাধ্যমটি।

গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তাই চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।  আর তাই এক ম্যাচের জন্য ভিনিকে না ডেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল কোচ।      

এখন পর্যন্ত গ্লোবোযেসব খেলোয়াড়ের প্রাথমিক দলে জায়গা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে তাঁরা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)। 

গ্লোবোর খবর যদি সত্যি হয় তবে নেইমার ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর।  

এ সম্পর্কিত আরও পড়ুন