দেশজুড়ে

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে রঙিন বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮টি ইউনিটের নেতাকর্মীরা স্লোগান ও নৃত্যে-গীতে শহরজুড়ে আনন্দ মিছিল করেন। 

স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বর ও আশপাশের সড়ক ভরে ওঠে তাদের উপস্থিতিতে। সেখানে আকাশে রঙিন বেলুন উড়িয়ে মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও আলমগীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক এসএস রোড হয়ে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন