নিজ বাসভবনে শারীরিক হেনস্তার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী
নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিক হেনস্তার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় তার সরকারি বাসভবনে এই ঘটনা ঘটে।
সেসময় মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হচ্ছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভিযোগ শোনার সেশন। হামলাকারী ৩০–৪০ বছর বয়সী এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে এসে একটি কাগজ ধরিয়ে দেন এবং পরে সরাসরি আক্রমণ চালান—চপোটাঘাত, চুল ধরে টান এবং মাথায় ভারী কিছু দিয়ে আঘাত। মুখ্যমন্ত্রী চিৎকার করলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আটক করেন।
প্রাথমিকভাবে হামলাকারীর কাছ থেকে যে কাগজ উদ্ধার করা হয়েছে, তা আদালত সম্পর্কিত বিষয়ভিত্তিক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে হামলাকারীর পরিচয় জানা গেছে—তিনি রাজেশ সাক্রিয়া, মূলত গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা জানিয়েছেন, রাজেশ কুকুরপ্রেমী এবং সম্প্রতি বেওয়ারিশ কুকুরদের স্থানান্তর সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি ক্ষিপ্ত ছিলেন।
বিজেপির দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিং নিজে এই নিরাপত্তা লঙ্ঘনের তদন্ত তদারকি করছেন। মুখ্যমন্ত্রীকে আঘাত লাগার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি নিরাপদে রয়েছেন।
সূত্র: এনডিটিভি
এসি//