৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির প্রধান কেন্দ্র হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে ক্যাশলেস ইকোনমি ভিত্তি দ্রুত শক্তিশালী হচ্ছে। আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যেই বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।
বুধবার (২০ আগস্ট) রাজধানীতে আয়োজিত উন্নয়ন কৌশলবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, নগদ লেনদেন দুর্নীতি ও কর ফাঁকির সুযোগ বাড়ায়। তাই এখনই এ প্রবণতা রোধ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ বাধা কাটাতে পারলে সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। পাশাপাশি আর্থিক খাতে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ন্যানো লোন প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ এই ক্ষুদ্রঋণ সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।
এমএ//