আন্তর্জাতিক

আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গেল বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আইসিসি। বিশ্বের কয়েকটি দেশ পরোয়ানাটি কার্যকর করার অঙ্গীকার করেছিলো। কিন্ত যুক্তরাষ্ট্র বিরোধিতা করছে। 

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়  আইসিসি কর্তৃপক্ষ বলেছে, তারা কোনও হুমকি, চাপ বা নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনা।

এ সম্পর্কিত আরও পড়ুন