বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চার মরদেহ উদ্ধার
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নদীর পৃথক স্থানে মরদেহগুলো ভাসতে দেখা যায়।
নৌ পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট নৌ থানাধীন মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে প্রথমে চার বছরের এক শিশুর মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পরই সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার বরিশুর ঘাটের কাছে আরও এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং পুরুষের বয়স প্রায় ৪০ বছর বলে জানা গেছে।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘উদ্ধার হওয়া নারীর আঙুলের ছাপ মুছে গেছে। আমরা বিকল্প উপায়ে ওই নারী ও শিশুর পরিচয় জানার চেষ্টা করছি।’
এদিকে বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, উদ্ধারকালে দেখা যায় পুরুষের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল এবং তাদের শরীরে আঘাতের চিহ্নও ছিল।
পুলিশ জানায়, মরদেহগুলোর মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফুলে যাওয়ায় তাদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে। মরদেহগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসি//