সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদ নেতা ফারুকসহ আহত ১৫
দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসটিতে থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ফারুক হাসান ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
তিনি লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।
ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তারা পৌঁছান। কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেছে।
আই/এ