দেশজুড়ে

আল্টিমেটামের পর পাথর ফেরত দিতে শুরু করেছেন সিলেটের ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

আগামী ২৬ আগস্ট এর মধ্যে সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া পাথর ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছিল সিলেট জেলা প্রশাসন। আল্টিমেটামের পর আজ দুপুর পর্যন্ত ১০০ ট্রাক পাথর ব্যবসায়ীরা ফেরত দিয়েছেন। ব্যবসায়ীরা নিজ খরচেই এসব পাথর ফিরিয়ে দিচ্ছেন।

রোববার (২৪ আগস্ট) সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুশনূর রুবাইয়াত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ১০০ ট্রাক পাথর সাদাপাথর এলাকায় পৌঁছানো হয়েছে। ধোপাগুল এলাকার কয়েকজন ব্যবসায়ী নিজ উদ্যোগে তাদের সংগ্রহে থাকা পাথর সাদাপাথরে ফিরিয়ে দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদারকি করছেন।

ধোপাগুল এলাকার স্টোন ক্রাশার মিল ব্যবসায়ী কাজী ফরহাদ হোসেন বলেন, 'আমি তিন মাস আগে পাথর কিনেছিলাম। এরপর আর কোনো পাথর কিনিনি। তবু জেলা প্রশাসক যেহেতু বলেছেন, তার প্রতি সম্মান রেখে আমার মিলে থাকা সব পাথর সাদা পাথরে ফিরিয়ে দিয়েছি।'

এদিকে, ব্যবসায়ীরা পাথর ফেরত দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযানও চলছে। ফেরত আসা পাথর সাদাপাথর পর্যটন স্পটে প্রতিস্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে পাথর ফিরিয়ে দিতে প্রশাসনের মাইকিং চলমান রয়েছে।

এর আগে শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও খরচে ফেরত দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন