স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১২ জন। সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৯,০৪৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষত, আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৮,০৬৪ জনে পৌঁছেছে এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১,৩০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪৩৪ জন এবং বাকি ৮৭৫ জন দেশের অন্যান্য অঞ্চলের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমানভাবে বেড়েছে, যা পরিস্থিতির গুরুতরতা প্রকাশ করছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন