আন্তর্জাতিক

শুল্ক কমানোর তোড়জোড়, যুক্তরাষ্ট্রে নতুন লবিস্ট নিয়োগ ভারতের

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যা ২৭ আগস্ট থেকে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এমতাবস্থায় জোরেশোরে দর  কষাকষি করার জন্য দ্বিতীয় একটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছে ভারত। এ জন্য নয়া দিল্লিকে প্রতি মাসে গুনতে হবে ৭৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৯১ লাখ ৩৫ হাজার টাকা।

বেশকিছু সূত্র বলছে, ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস মার্কিন লবিং প্রতিষ্ঠান মারকারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন ঘনিষ্ঠ লবিং প্রতিষ্ঠানটি ১৫ আগস্ট থেকে কাজ শুরু করেছে। তারা ভারতের হয়ে মার্কিন প্রশাসনের কাছে তদবির চালাবে এবং কৌশলগত যোগাযোগে সহায়তা দেবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, দ্বিতীয় লবিং ফার্ম নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভারতের প্রভাব খাটানোর উদ্যোগ আরও জোরদার হয়েছে। কারণ, মার্কিন প্রশাসনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় ভারত পিছিয়ে পড়েছে। এমন একটি শঙ্কা নয়াদিল্লির কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে।

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন