কনস্যুলেটে আ.লীগ নেতাকর্মীদের হামলা,কঠোর ব্যবস্থা নেয়ার দাবি বাংলাদেেশের
যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিস, মেয়র ও স্থানীয় পুলিশকে চিঠি দিয়েছেন বাংলাদেশ কনস্যুলেট।
গেল রোববার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
এসময় প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন। তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন। অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। অতিথিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন।