ক্যাম্পাস

রুমমেটকে ছুরিকাঘাত করে হল থেকে বহিষ্কার ডাকসুর ভিপি প্রার্থী জালাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রুমমেটকে ছুটিকাঘাতের পর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) পৌনে একটার দিকে হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে জালালকে রুম বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার রাত ১টার দিকে তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। 

তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে জানান, তার ছাত্রত্ব বাতিলের উদ্যোগ নেয়া হবে এবং রাতেই রমনা থানা পুলিশকে খবর দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা করা হবে।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে জালাল আহমদ রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

রবিউল হক হাসপাতাল থেকে জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল তার রুমে এসে হঠাৎ লাইট অন করে এবং শব্দ শুরু করেন। তিনি অব্যাহত শব্দের কারণে ঘুম থেকে জেগে প্রতিবাদ করলে জালাল রেগে গিয়ে তাকে আঘাত করেন। রবিউল বলেন, আমি নিজের আত্মরক্ষার জন্য চেষ্টা করি।

অন্যদিকে, জালাল আহমেদ নিজের ফেসবুকে পোস্ট করে দাবি করেন যে, তিনি রুমে বসে সব হল থেকে অবৈধ ও বহিরাগতদের বের করে দেয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় আমাকে আমার রুমমেট রবিউল ইসলাম মেরেছে।

তিনি আরও লেখেন, তার রুমমেট রবিউল ইসলাম দীর্ঘ কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে। এ সময় পোস্টে বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন