আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ২০

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। 

দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তার বরাতে বুধবার (২৭ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রীষ্মের ছুটি শেষে স্কুল শুরুর দুই দিন পর এ ঘটনা ঘটল। এ স্কুলে প্রি–স্কুল থেকে অষ্টম গ্রেড পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লিখেছেন, ‘অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলির ঘটনায় আমি ব্রিফড হয়েছি। আরও তথ্য পেলে জানানো হবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মিনেসোটা ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ব্যুরো এবং স্টেট প্যাট্রলের সদস্যরাও সেখানে পৌঁছেছেন।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের শিশু ও শিক্ষকদের জন্য দুঃখজনক যে শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহেই এ ধরনের সহিংস ঘটনার মুখোমুখি হতে হলো।’

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন