ক্যাম্পাস

জাকসু নির্বাচনে ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ১৭৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা ৮৬টি।এছাড়া ৬ জন দুই পদে মনোনয়ন চাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় এই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম

পূর্নাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, এজিএস (ছাত্রী) পদে ৬ জন, এজিএস (ছাত্র) পদে লড়বেন ১০ জন।

এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন