চট্টগ্রাম বন্দরে এক দিনে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করলো সিডিডিএল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
প্রতিষ্ঠানটি জানায়, গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ০৮ টা থেকে ২৯ আগস্ট সকাল ০৮টা পর্যন্ত টানা ২৪ ঘন্টায় বন্দরে মোট ৫০১৯ টিইইউস হ্যান্ডলিং করা হয়।
এর মধ্যে ইমপোর্ট কনটেইনার ছিল ২১০১ টিইইউস এবং এক্সপোর্ট কনটেইনার ছিল ২৯১৮ টিইইউস।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
সিডিডিএল জানায়, এই রেকর্ড সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আরো অনুপ্রাণিত করবে। প্রতিষ্ঠানের এই অর্জন বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আই/এ