দেশজুড়ে

ভাগ্নের হাতে মামা খুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাগ্নের হামলায় ছালিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ছালিক মিয়া একই গ্রামের মৃত মাহতাব মিয়ার ছেলে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ছালিক মিয়ার সঙ্গে তার ভাগ্নে দিলদার খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনাও তৈরি হয়।

আজ দুপুরে পূর্ববিরোধের জেরে দিলদার খান তার ভাইদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসজ্জায় ছালিক মিয়ার ওপর হামলা চালায়। এতে ছালিক মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই নুর মিয়া বলেনতুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান

ওসি মাহফুজ জানান,  নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন