নতুন পরিচয় সামনে এলো মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির!
রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক যুবক এক কর্মীকে পিটাচ্ছেন। ঘটনার ভিডিও ভাইরাল হলেও শুরুতে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে পরে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশের সদস্য। তার নাম মিজানুর রহমান, যিনি ঢাকা মহানগর পুলিশের পল্টন থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। শুধু তাই নয়—তিনি বর্তমানে ওসি নাসিরুল আমিনের গাড়িচালকের দায়িত্বও পালন করছেন বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
যদিও এ ব্যাপারে ওসি নাসিরুল আমিনের বক্তব্য জানা যায়নি।
তবে বিষয়টি সরাসরি স্বীকার না করলেও পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ গণমাধ্যমকে জানান, আমি শুনেছি, তবে নিশ্চিত নই।
এর আগে শনিবার (৩০ আগস্ট) সকালে মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই ব্যক্তির পরিচায় জানিয়ে ফেসবুকে পোস্ট করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
পোস্টে তিনি লিখেছে, মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। হামলাকারী পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩।
এরপর শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মেরুন কালারের টি-শার্ট পরিহিত ওই যুবক একজন পুলিশ কনস্টেবল। ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন। বিস্তারিত আপনারা ডিএমপির কাছ থেকে জেনে নেবেন।
এসি//