অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা এবং এর প্রতিবাদে ভিসির বাসভবন ঘেরওয়ের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের দাবিতে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায়, সভায় উপস্থিত উপাচার্যসহ সব ২২৭ জন শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।
পরে বহিরাগতরা রাত ৮ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটরিয়ামের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে নারীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় দীর্ঘ ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অডিটোরিয়াম থেকে বের হয়ে আসেন শিক্ষকর। হামলা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়।
বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে।
আই/এ