আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় শিশু-সাংবাদিকসহ নিহত ৭৮

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। শহরটির নিয়ন্ত্রণ নিতে রোববার ভোর থেকে দিনভর চালানো ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় ৭৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক এবং খাদ্য সহায়তার আশায় দাঁড়িয়ে থাকা ৩২ জন রয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। 

সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল গাজা সিটিতে সামরিক অভিযান জোরদার করেছে। শহরটি দখল করতে এবং প্রায় ১০ লাখ মানুষকে দক্ষিণে সরিয়ে দিতে গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয়েছে।

আল-কুদস হাসপাতালের পাশের তাঁবুতে আগুন ধরে যায়, আর রিমাল এলাকার একটি আবাসিক ভবনে হামলায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

গাজার গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেছেন, আবাসিক এলাকায় ইসরাইলি সেনারা বিস্ফোরক ডিভাইস ও রোবট ব্যবহার করছে। তিনি বলেন, গেল তিন সপ্তাহে অন্তত ৮০টি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং ধ্বংসযজ্ঞের মধ্যেও উত্তরাঞ্চল ও গাজা সিটি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে প্রায় এক কোটি মানুষ।

গেল শুক্রবার গাজা সিটিকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করা হয়। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, “প্রকৃত কোনো যুদ্ধ নেই, শুধু ঘরবাড়ি ভেঙে শহর ধ্বংস করা হচ্ছে। মানুষ পালানোর জায়গা পাচ্ছে না।”

রোববার হামলায় আল-কুদস আল-ইয়াওম টিভির সাংবাদিক ইসলাম আবেদ নিহত হয়েছেন। গাজার গণমাধ্যম দপ্তর জানায়, সংঘাত শুরু থেকে অন্তত ২৪৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন; অন্য হিসাবে সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে আরও ২১ জন নিহত হন, যার মধ্যে পাঁচজন সাংবাদিক।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন