আন্তর্জাতিক

গাড়ি ধাক্কা দিয়ে রুশ কনস্যুলেটের গেটে হাঙ্গামা, অভিযুক্ত আটক

সিডনির উলাহরা এলাকায় সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার কনস্যুলেটের প্রধান গেটে গাড়ি ধাক্কা মারার ঘটনা ঘটেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি ৩৯ বছর বয়সী এক ব্যক্তি চালাচ্ছিলেন।  ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, সকালে প্রথমে খবর আসে কনস্যুলেটের সামনে অনুমোদন ছাড়া একটি গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি গাড়ি চালিয়ে সরাসরি কনস্যুলেটের গেটে ধাক্কা মারেন। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল (২৪) হাতে আঘাত পান।

স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ ও নাইনের ফুটেজে দেখা গেছে, রাশিয়ার পতাকার খুঁটির পাশে গাড়িটি পড়ে আছে এবং গাড়ির কাচ ভেঙে গেছে। তবে এখনও রুশ কনস্যুলেট এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন