বলিউডে লিঙ্গবৈষম্য ও মানসিকতা বদলানো জরুরি : কৃতি
বলিউডের পরিচিত নাম কৃতি শ্যানন। নিজের কঠোর পরিশ্রম এবং প্রতিভায় শোবিজে সফলতা অর্জন করেছেন তিনি।
সম্প্রতি বলিউডের অন্ধকার দিক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ক্যামেরার সামনে হাসি-খুশি থাকার চাপের পিছনে অনেক দুঃখ ও ক্ষোভ থাকে, যা প্রায়ই অগ্রাহ্য হয়।
কৃতি শ্যানন এখন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বলিউডের শুটিং সেটে পুরুষ অভিনেতাদের জন্য প্রাপ্ত সুবিধাগুলোর মধ্যে যেমন বিশেষ রুম এবং ভালো গাড়ির ব্যবস্থা থাকে, তেমনি নারীরা সেসব সুবিধা থেকে অনেক সময় বঞ্চিত হন। এই ধরনের বৈষম্য দূর করার জন্য মানসিকতার পরিবর্তন প্রয়োজন। শুটিং সেটে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত।
উল্লেখ্য, কৃতি শ্যানন সর্বশেষ ‘ক্রু’ সিনেমায় বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর এবং টাবু।
এসকে//