বিনোদন

মিডিয়া ছাড়ার ঘোষণা রাজ রিপার, বর্ষার আবেগঘন বার্তা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাজ রিপা সম্প্রতি তার নতুন সিনেমা ‘ময়না’ দিয়ে মিডিয়া জগতে বেশ আলোচনায় এসেছেন। তবে সিনেমাটি মুক্তির আগেই পরিচালক ইফতেখার চৌধুরী বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি যা তাকে গভীর হতাশায় নিমজ্জিত করেছে। এই পরিস্থিতিতে রাজ রিপা মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা দর্শক ও মিডিয়াজগতে ব্যাপক সাড়া ফেলেছে।

রাজ রিপার এই ক্ষোভ প্রকাশের পর চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। বর্ষা তার পোস্টে রাজ রিপাকে সহানুভূতির সঙ্গে পরামর্শ দেন।

তিনি লেখেন, "স্বপ্ন কখনো মাটি চাপা দিও না, এমন স্বপ্ন যা ছুঁতে না পারলেও তার অস্তিত্ব অনুভব করা যায়। জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তবে মনে রেখো, আল্লাহ সবসময় তোমার পাশে আছেন, যিনি তোমার সাহায্য করবেন।"

বর্ষা আরও লেখেন, “আমরা দুজনেই জানি, মিডিয়া জগতে কত কঠিন জীবন কাটাচ্ছে অনেক মানুষ। তুমি যেমন এই জীবনের বেদনা অনুভব করেছ, তেমনি আমিও অনেক কিছু দেখেছি। আমি চাইলে সিনেমায় বিনিয়োগ করতে পারতাম, কিন্তু এখন এসব আর আমাকে আকর্ষণ করে না।"

তার পরামর্শ ছিল, “রঙিন এই জীবনে রিপা নরম মনের মেয়েদের জন্য সবকিছু সহজ নয়। যারা কঠিন মন নিয়ে চলতে পারে, যাদের কোনও নেতিবাচক মন্তব্যের পরও কিছু আসে-যায় না, তারাই এই জীবনে টিকে থাকতে পারে। তুমি জানো, কি করলে কি হয়।”

বর্ষা তার পোস্টে আরও লিখেছেন, “তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, যেন তোমার মন শান্তি পায়। এছাড়া, আমি তো তোমার ‘মুক্তি’ সিনেমার মহরতে গিয়েছিলাম, তবে অবাক হয়ে দেখলাম শুটিং এখনও শেষ হয়নি। মনে আছে, ২০২০ সালের অক্টোবর বা ডিসেম্বরে মহরত হয়েছিল। এখন সময় এসেছে নতুন করে জীবন শুরু করার, নতুন স্বপ্ন দেখা শুরু করার। হারিয়ে যাওয়া কখনোই সমাধান নয়, বরং নতুন পথ খুঁজে বের করা উচিত।”

পোস্টের শেষে বর্ষা রাজ রিপাকে আরও বলেন, “তোমার জন্য দোয়া রইল, সময় এখনও আছে। নিজের জীবন নতুনভাবে সাজাও। তুমি ব্যর্থ হয়নি, ব্যর্থ সেই যে তার দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন