আবারও শাকিব ও ইধিকা জুটি!
নব্বইয়ের দশকের ঢাকার সোনালী দিনগুলোর আবহে নির্মিত হতে যাচ্ছে একটি নতুন সিনেমা, যার নাম ‘প্রিন্স’। ছবিটি একদিকে যেমন অ্যাকশন, রোমান্স ও আবেগের গল্প, তেমনি এতে রয়েছে পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা ও টানাপড়েন।
নির্মাতারা আশা করছেন, আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে, আর ইতিমধ্যে শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। যদিও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে দেশে ফিরে তিনি প্রথমে ‘সোলজার’ নামক ছবির শুটিং শুরু করবেন এবং এরপর ‘প্রিন্স’-এর শুটিংয়ে যোগ দেবেন।
এখনও ছবির নায়িকা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে যে নাজিফা তুষির সাথে প্রাথমিক আলোচনা হয়েছে, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে, কলকাতার অভিনেত্রী ইধিকা পালকেও এই ছবির নায়িকা হিসেবে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে, ইধিকা এই ব্যাপারে কিছু নিশ্চিত করেননি, তবে তিনি বলেছেন, "বাংলাদেশের দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভুলতে পারব না। শাকিব খানের মতো একজন বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই ভাগ্যের ব্যাপার।"
ইধিকা চলচ্চিত্রে তার যাত্রা শুরু করেছিলেন শাকিব খানের বিপরীতে ২০২৩ সালের সুপারহিট ছবি ‘প্রিয়তমা’ দিয়ে, যেখানে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। পরবর্তীতে রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’-এও তিনি শাকিব খানের সঙ্গে আবারও জুটি বেঁধে সফল হন। এছাড়া, কলকাতায় দেবের সঙ্গে তার অভিনীত ‘খাদান’ ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। আসন্ন দুর্গাপূজায় দেব-ইধিকা জুটি আবারও ‘রঘু ডাকাত’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। আর তার আরও একটি ছবি ‘বহুরূপ’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।
ইধিকার ব্যক্তিগত জীবনও মাঝে মধ্যে মিডিয়ার আলোচনায় আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি এখনও সিঙ্গেল, এবং তার প্রেমে না পড়ার পেছনে বড় কারণ ছিল তার মায়ের কড়া শাসন। তিনি বলেন, "পূজার সময় প্রেম করার একটা সুযোগ এসেছিল, তবে সেটা বেশি দিন টেকেনি কারণ মা সব কিছু ভেঙে দিয়েছিলেন। এখন পরিস্থিতি পাল্টে গেছে, হয়তো কিছু বছর পর মা-ই আমাকে প্রেম করার পরামর্শ দেবেন।"
এদিকে, ইধিকা তার নতুন ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে দারুণ এক্সাইটেড। তার মতে, ছবিটি মুক্তির পরই তিনি বুঝতে পারবেন তার জনপ্রিয়তা কতটা বেড়েছে এবং ভবিষ্যতে কি ধরনের সুযোগ আসবে। তিনি আরও বলেন, "শিল্পীরা কঠিন পরিস্থিতি বা অসুস্থতা সত্ত্বেও কাজ করে যান শুধুমাত্র দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য। দর্শকের ভালোবাসাই সবথেকে বড় পুরস্কার।"
এছাড়া ‘প্রিন্স’ এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, এবং ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। অক্টোবর মাস থেকে শুটিং শুরুর কথা থাকলেও শুটিং এক মাস পিছিয়ে নভেম্বর থেকে শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।
এসকে//