নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের প্রাণহানি
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে ভয়াবহ নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর )কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে টুংগান সুলে শহর থেকে ডুগা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌকাটি। কাইনজি জলাধারের কাছে গাউসাওয়া এলাকায় ডুবে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণে নৌকাটি উল্টে যায়।
নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) জানিয়েছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল। এতে দুর্ঘটনার মাত্রা আরও ভয়াবহ হয়। নৌকায় নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিলেন।
এনএসইএমএ’র মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৬০ এ পৌঁছেছে। গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ বলেন, “নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেন।”
এসকে//