দেশজুড়ে

ঝাউবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবন থেকে নুরুল আমিন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মিয়ার ছেলে। সে রোহিঙ্গা ক্যাম্পে চাকরির পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ বলছে তার মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে কাজ করছে তারা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, নুরুল আমিনের মৃত্যুটি রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যা হতে পারে বলে ধারণা করছে অনেকে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন