সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললো তামিম
এক বছরের বেশি সময় ধরে দেশে নেই জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফেরেননি তিনি। তার নামে একাধিক মামলা চলমান থাকায় জাতীয় দলে তার খেলার পথও বন্ধ রয়েছে। থমকে গেছে তার জাতীয় দলের ক্যারিয়ার। যদিও সরকার পতনের পর দুটো সিরিজে খেলেছেন তিনি। তবে এরপর আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি তাকে।
এদিকে বিসিবির নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ফলে তিনি বোর্ডে এলে সাকিব দেশে ফিরে মাঠে নামতে পারবেন কি না, জাতীয় দলে ফিরতে পারবেন কি না এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।
তবে জাতীয় দলে ফিরে আসতে হলে সাকিবকে কী করতে হবে তাকে, তা জানিয়েছেন তামিম ইকবাল।
সম্প্রতি এক পডকাস্টে তামিম বলেছেন, ‘সাকিব একজন অ্যাকটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা তাকে যোগ্য মনে করেন, তাহলে জাতীয় দলে তার ফেরার সুযোগ অবশ্যই থাকবে।
তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের। খেলতে হলে তাকে দেশে ফিরতে হবে। আইনি বিষয়গুলোর মুখোমুখি হতে হবে।’
তিনি আরও জানান, ‘কোর্ট বা মামলা তুলে নেওয়া বিসিবির সিদ্ধান্তের বিষয় নয়। জাতীয় দলের জন্য খেলার জন্য আগে দেশে এসে অনুশীলন করা দরকার। সাকিবের সিদ্ধান্ত এখানে গুরুত্বপূর্ণ।’
এমএ//