ইঁদুরের কামড়ে প্রাণ গেলো দুই নবজাতকের
ভারতের মধ্যপ্রদেশে সরকারি স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় মানুষ থেকে শুরু করে গোটা দেশেই নিন্দার ঝড় উঠেছে।
হাসপাতালের নথি অনুযায়ী, গত মঙ্গলবার ও বুধবার দুই কন্যাশিশু মারা যায়। নবজাতকরা জন্মগতভাবে অসুস্থ ছিল ঠিকই তবে তাদের শরীরে ইঁদুরের কামড়ের দাগ স্পষ্টভাবে পাওয়া গেছে। পরিবারগুলোর অভিযোগ, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে ইঁদুরের উৎপাত থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মৃত্যুর কারণ হিসেবে জন্মগত রোগ ও সংক্রমণকে দায়ী করছে। তাদের দাবি, ইঁদুরের কামড় ছিল ক্ষুদ্র আঘাত মাত্র। কিন্তু সাধারণ মানুষ হাসপাতালের এই যুক্তি মেনে নেয়নি এবং সরাসরি অব্যবস্থাপনাকেই দায়ী করছে।
ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী মোহন যাদব জরুরি বৈঠক ডাকেন এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মানবাধিকার কমিশনও আলাদা তদন্ত শুরু করেছে।
এদিকে রাজ্যের স্বাস্থ্য কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে দুই নার্সকে বরখাস্ত করেছে, নার্সিং সুপারের দায়িত্ব পরিবর্তন করেছে, কয়েকজন কর্মকর্তাকে শোকজ করেছে এবং পেস্ট কন্ট্রোল সংস্থাকে এক লাখ রুপি জরিমানা করেছে।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কঠোর প্রতিক্রিয়ায় বলেন, “সরকার শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সরকারি হাসপাতালগুলো এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।” তার অভিযোগ, সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাহ্য করে বেসরকারি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
এমন ভয়াবহ ঘটনার পর জনরোষ তীব্র আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের ভেতরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা বলছেন, স্বাস্থ্যসেবার এমন অমানবিক অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এসকে//