বিনোদন

এবার একসঙ্গে নিশো-নাবিলা জুটি

ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে নতুন করে জুটি গড়ে ওঠার প্রবণতা কমে গেছে। এবার সেই ফাঁক পূরণ করেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। প্রথমবার তারা একসঙ্গে হাজির হয়েছেন ভিকি জাহেদ পরিচালিত সাত পর্বের ওটিটি সিরিজ ‘আকা’-তে।

নিশো অভিনয় করছেন আবুল কালাম আজাদ চরিত্রে, যেখানে আছে ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ এবং অজানা অন্ধকারের ছায়া। নাবিলা অভিনয় করেছেন মেঘা চরিত্রে, সাহসী, দৃঢ়চেতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নারী হিসেবে। 

নাবিলা জানান, “চরিত্রের আত্মবিশ্বাস বাস্তব জীবনের সঙ্গে মিল থাকায় অভিনয় করা সহজ হয়েছে। ভিকি জাহেদের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিনের।” নিশো বলেন, “ভাল গল্প ও প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। নাবিলা দুর্দান্ত করেছেন, আশা করি দর্শকও পছন্দ করবেন।”

তিন বছর পর নিশো ওটিটিতে ফিরেছেন। মাঝখানে তিনি বড়পর্দায় ব্যস্ত ছিলেন, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমার মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছেন। তবে এখনও তিনি ওটিটিতে সমান আত্মবিশ্বাসী।

পরিচালক ভিকি জাহেদ বলেন, আকা’ শুধু থ্রিলার নয়, এর মধ্যে সামাজিক বার্তাও আছে। এটি প্রায় ছয় মাস ধরে নির্মিত একটি সোশ্যাল থ্রিলার। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই বিশেষ।”

প্রকাশিত পোস্টারেও নজর কেড়েছে নিশোর রহস্যময় হাফ লুক এবং ক্যাপশন “নায়ক নাকি খলনায়ক? রক্ষক নাকি ভক্ষক?” যা দর্শকের আগ্রহ বহুগুণ বৃদ্ধি করেছে। 

সিরিজটিতে আরও অভিনয় করেছেন অভিজ্ঞ শিল্পী আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদসহ অনেকে।  অভিনয় ও নির্মাণ উভয় দিক থেকেই সিরিজটি সমৃদ্ধ।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন