বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন। এ ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন আছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহমতুল্লাহ বেপারী (৬৫)। তিনি টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের হেলাল উদ্দিন বেপারীর ছেলে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেল।
এর আগে গেল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত টঙ্গীবাড়ীর কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
এমএ//