আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প কাপুরুষ: অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ভারতের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দিয়ে মোদি সরকারের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তীব্র মন্তব্য করেছেন। রোববার (০৭ সেপ্টেম্বর) রাজকোটে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প কাপুরুষ। মার্কিন সংস্থাগুলো বন্ধ হয়ে গেলে তার মেরুদণ্ড ভেঙে পড়বে।”

একই সঙ্গে কেজরিওয়াল অভিযোগ করেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় কেন্দ্র সরকার হাঁটু গেড়ে বসেছে। তার মতে, কৃষক ও ব্যবসায়ীদের বিপদের মুখে ঠেলে দেয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের তুলোচাষি গরিব হয়ে যাচ্ছে, আর আমেরিকার কৃষকরা ধনী হচ্ছে। মোদি সরকার যদি কৃষকের প্রতি সত্যিই দায়বদ্ধ হতো, তাহলে আমেরিকার তুলোর ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতো।”

কেজরিওয়াল সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আমেরিকার পণ্যে ৭৫ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করাই একমাত্র সমাধান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের হতাশার প্রতিফলন। মোদি সরকারের নীরবতা অনেকের কাছে ‘আত্মসমর্পণ’ হিসেবে প্রতীয়মান হচ্ছে। কেজরিওয়ালের বক্তব্য কেবল রাজনৈতিক তোপ নয়, শাসক দলের জন্য এক বড় অস্বস্তি তৈরি করছে। নির্বাচনী রাজনীতিতেও কৃষকের বিষয়টি আবার কেন্দ্রে উঠে আসছে।

 

সূত্র: এনডিটিভি

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন