ডাকসু আবারো কলঙ্কে প্রবেশ করলো: আবু বাকের মজুমদার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আগে থেকে অনুমান করা কারচুপির আশঙ্কা ইতোমধ্যেই দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘আগেই বলেছিলাম ভোট কারচুপি হতে পারে। আজ সেটি কার্জনে দেখা যাচ্ছে। আগে থেকেই পূরণ করা ব্যালট পেপার ব্যালট বক্সে জমা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা এখন উদ্বিগ্ন, শেষ পর্যন্ত যেন ফলাফল পাল্টে না দেওয়া হয়।’
তিনি অভিযোগ করেন, ‘গত ৫–৭ দিন আগে তথ্য পেয়েছিলাম, প্রত্যেক হলে ২০০ থেকে ৩০০ ভোট কারচুপি করা হচ্ছে। যাদের ভোট নেই, শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা নেই, তারাই এসব করছে। সবাই জানে কারা এই কাজ করছে।’
আবু বাকের মজুমদার আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে আগে থেকেই জানানো হয়েছিল। কিন্তু অদৃশ্য শক্তির কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডাকসু আবারও কলঙ্কের মধ্যে ঢুকে পড়লো।’
প্রসঙ্গত, অমর একুশে হলে ভোটের শুরুতেই এক ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়া হয়। তিনি দুটি পূরণ করে একটি বাক্সে দেন এবং অন্যটি টেবিলে রেখে দেন। পরবর্তীতে আরেক ভোটারকে সেই ব্যালট সরবরাহ করলে দেখা যায় সেটি আগে থেকেই পূর্ণ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কর্তৃপক্ষ পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে প্রত্যাহার করে।
এমএ//