উত্তপ্ত পরিস্থিতিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
নেপালে চলমান অভূতপূর্ব ও গুরুতর নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ সিদ্ধান্তের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
টিআইএর জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে জানান, রাজধানীর কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ার পর দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, "বিমানবন্দর বন্ধ করা হয়নি, তবে পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে।"
তিনি আরও জানান, চলাচলে সমস্যার কারণে বিমানবন্দরে ক্রু সদস্যরা পৌঁছাতে পারছেন না, ফলে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে। নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনায় রেখে বুদ্ধ এয়ারসহ দেশীয় বিভিন্ন বিমান সংস্থা তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: কাঠমাণ্ডু পোস্ট
এসি//