এআইকৃত অশ্লীল ছবি অপব্যবহারের অভিযোগে হাইকোর্টে ঐশ্বরিয়া
অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত ও অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। আদালত জানিয়েছেন, তার ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য এ ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মামলার শুনানিতে অভিনেত্রীর পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ শেঠি আদালতকে জানান, বাণিজ্যিক স্বার্থে অভিনেত্রীর পরিচয় নানাভাবে অপব্যবহৃত হচ্ছে। অনেক ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম হিসেবে দেখিয়ে তার ছবি ব্যবহার করছে। পাশাপাশি মগ, টি-শার্টসহ নানা পণ্যে অনুমতি ছাড়া তার নাম ও ছবি ছাপানো হচ্ছে।
শুধু তাই নয়, ‘ঐশ্বরিয়া নেশন ওয়েলথ’ নামে একটি প্রতিষ্ঠান সরকারি নথিতে মিথ্যাভাবে অভিনেত্রীকে চেয়ারম্যান হিসেবে দেখিয়েছে, অথচ এর সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। আইনজীবী এ প্রসঙ্গকে সরাসরি প্রতারণার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে আদালতকে জানানো হয়, এআই ব্যবহার করে নিয়মিত অশ্লীল ও বিকৃত ছবি তৈরি করা হচ্ছে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে অভিনেত্রীর মর্যাদা ক্ষুণ্ণ করছে।
বিচারপতি তেজস ক্যারিয়ার বেঞ্চ শুনানি শেষে বলেন, এই ধরনের অপব্যবহার বন্ধ করতে শিগগিরই নিষেধাজ্ঞা দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৫ জানুয়ারি।
এদিকে গুগলের পক্ষের আইনজীবী মমতা রাণী জানান, এসব কনটেন্ট সরাতে নির্দিষ্ট ইউআরএল জমা দিতে হবে। আদালতও পর্যবেক্ষণে জানিয়েছেন, বাদী চাইলে ইউআরএল জমা দিতে পারেন অথবা ব্লকিং অ্যান্ড স্ক্রিনিং ইনস্ট্রাকশনস (বিএসআই) প্রক্রিয়া ব্যবহার করতে পারেন।
সূত্র: এনডিটিভি
এসকে//